নিউজ ডেস্ক : গতকাল কারাগার থেকে জামিনে বের হন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসান। আজ কারাগারে ঢুকেন বিএনপি নেতা শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
নাশকতার মামলায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন শাহরিয়ার মাহমুদ আদনানের আদালত।
বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে আত্মসমর্পণ করে পল্টন, মতিঝিল ও সূত্রাপুর থানায় দায়ের করা ৯টি মামলায় জামিন আবেদন করেন এ্যানি। জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।
নাশকতা, পুলিশের ওপর হামলা, অগ্নিসংযোগ, গাড়ি ভাঙচুর ও গাড়ি পুড়িয়ে মানুষ হত্যার অভিযোগে এ্যানির বিরুদ্ধে ৯টি মামলা রয়েছে।
এদিকে ছয়মাস পর কারাভোগের পর জামিনে মুক্তি পেয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কাছে ছুটে যান ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসান।
বুধবার রাত ১১টা ২০ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। এরপর সেখান থেকে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যান তিনি। রাত ১২টা ১০ মিনিটে খালেদা জিয়া ফুল দিয়ে তাকে বরণ করেন।
২৮ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম