বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩, ০৯:৩১:০১

শিক্ষাপ্রতিষ্ঠানের বাধ্যতামূলক ‘মঙ্গল শোভাযাত্রা’ বাতিল

শিক্ষাপ্রতিষ্ঠানের বাধ্যতামূলক ‘মঙ্গল শোভাযাত্রা’ বাতিল

এমটিনিউজ২৪ ডেস্ক : বাংলা নববর্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলকভাবে মঙ্গল শোভাযাত্রা নিয়ে নানা মহলের সমালোচনার মুখে সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। আগের ঘোষিত ‘শুভযাত্রা’ অনুষ্ঠান বাতিল করে নতুন কিছু কর্মসূচি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। 

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদফতরের সহকারী পরিচালক রূপক রায় সইয়ে নতুন নির্দেশনা জারি করা হয়েছে। জানা গেছে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বাংলা নববর্ষে মঙ্গল শোভাযাত্রা আব্যশিকভাবে করার যে নির্দেশনা দিয়েছিল তা বাতিল করেছে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদফতর। নতুন নির্দেশনায় সব স্কুল-কলেজে নিজস্ব ব্যবস্থাপনায় রমজানের পবিত্রতা রক্ষা করে ও ধর্মীয় অনুভূতি বজায় রেখে বাংলা নববর্ষ উদযাপন করবে। 

জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গান পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু করতে হবে। অনুষ্ঠানে রমজানের পবিত্রতা ও ভাবগাম্ভীর্য রক্ষা করতে হবে।নতুন নির্দেশনায় বলা হয়, নববর্ষ উদযাপন অনুষ্ঠান জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গান পরিবেশনের মাধ্যমে শুরু করতে হবে। অনুষ্ঠানে পবিত্র রমজানের পবিত্রতা ও ভাবগাম্ভীর্য রক্ষা করতে হবে।

সব শিক্ষাপ্রতিষ্ঠানে নিজস্ব ব্যবস্থাপনায় রমজানের পবিত্রতা রক্ষা করে ও ধর্মীয় অনুভূতি বজায় রেখে যথাযথ আড়ম্বরে বাংলা নববর্ষ উদযাপন করবে। সব সরকারি-বেসরকারি স্কুল ও কলেজকে বাংলা নববর্ষ উদযাপনে এসব কর্মসূচির আয়োজন করতে বলেছে অধিদফতর। 

এর আগে বিকেলে মাদরাসা শিক্ষা অধিদফতর মঙ্গল শোভাযাত্রা বাতিল করে জাতীয় সংগীত ও কুরআন তেলাওয়াতের মাধ্যমে বাংলা নববর্ষ উদযাপনের নতুন নির্দেশনা দেন।

গত ১১ এপ্রিল অধিদফতর থেকে জারি করা এক আদেশে পয়লা বৈশাখে সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে র‌্যালির আয়োজন ও মঙ্গল শোভাযাত্রাকে অপরিমেয় বিশ্ব সংস্কৃতির তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়টি গুরুত্ব সহকারে প্রচার নির্দেশ দিয়েছিল অধিদফতর। সে আদেশটি বৃহস্পতিবার বাতিল করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে