বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩, ১১:২৬:২৫

প্রফেসর ড. শেখ আব্দুর রহিম এর Prestigious INSO Award ২০২২ অর্জন

প্রফেসর ড. শেখ আব্দুর রহিম এর Prestigious INSO Award ২০২২ অর্জন

এমটিনিউজ২৪ ডেস্ক : প্রফেসর ড. শেখ আব্দুর রহিমকে তার দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন গবেষণা কার্যক্রম ও প্রকাশনার জন্য INSO, Chennai, India কতৃপক্ষ ‘Best Researcher Award 2022' ২০২২' প্রদান করেছেন। এটি একটি Prestigious Research Award যা তিনি অর্জন করলেন। 

ইতোপূর্বে তিনি আমেরিকা, ইংল্যান্ডসহ পৃথিবীর বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠান থেকে তার গবেষণা কার্যক্রম ও প্রকাশনার জন্য অনেক Award পেয়েছেন। তার INSO Award প্রাপ্তির Link টা হলো: www.insoawards.com/award_winners . ড. শেখ রহিম একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মানব সম্পদ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ। 

তিনি সর্বদা তার কাজের মাধ্যমে দেশ, জাতি তথা বিশ্বের উন্নয়নের জন্য নিরলসভাবে চেস্টা করে যাচ্ছেন। তিনি সকলের কাছে দোয়া প্রার্থী। মহান আল্লাহ যেন তাকে সব সময় সুস্থ্য রাখেন যাতে মানুষের মঙ্গলের জন্য কাজ করে যেতে পারেন।

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে