শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩, ০৯:১৭:২৯

মামলা ঝুলে আছে : রমনায় বোমা হামলার ২২ বছর আজ

মামলা ঝুলে আছে : রমনায় বোমা হামলার ২২ বছর আজ

এমটিনিউজ২৪ ডেস্ক : আজ ২২ বছর পেরিয়ে গেছে রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার। কিন্তু এ ঘটনায় করা হত্যা মামলা এখনো চূড়ান্ত নিষ্পত্তি হয়নি। বিচারিক আদালতের রায়ের ৯ বছর পার হলেও উচ্চ আদালতে আপিল এখনো নিষ্পত্তির অপেক্ষায়। 

মামলার প্রধান আসামি মুফতি হান্নানের অন্য মামলায় ফাঁসি কার্যকর হলেও রমনা বোমা হামলা নিষ্পত্তি না হওয়ায় অন্য আসামিদের দণ্ড কার্যকর করা যাচ্ছে না। হাইকোর্ট ও অ্যাটর্নি জেনারেল কার্যালয় সূত্রে জানা যায়, রমনা বোমা হামলার ঘটনায় হত্যা মামলায় আট আসামির ডেথ রেফারেন্স ও আপিল হাইকোর্টের কয়েকটি বেঞ্চের কার্যতালিকায় উঠেছিল। 

কিন্তু শুনানি শেষ হয়ে মামলাটি নিষ্পত্তি হয়নি। সর্বশেষ ২০২১ সালের ২ নভেম্বর রমনা বোমা হামলা মামলা বিচারপতি কৃষ্ণা দেবনাথ ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চের কার্যতালিকায় ছিল। ওইদিন মামলাটি কার্যতালিকা থেকে বাদ দেন হাইকোর্টের ওই বেঞ্চ। 

মামলার নথিপত্র এখন হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখায় রয়েছে। এখন প্রধান বিচারপতি চাইলে নতুন কোনো ফৌজদারি বেঞ্চে রমনা বোমা হামলা মামলার আপিল ও ডেথ রেফারেন্স নিষ্পত্তির জন্য পাঠাতে পারেন।

এ মামলা সংশ্লিষ্ট রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল শাহীন আহমেদ খান সর্বশেষ ২০২১ সালের ২ নভেম্বর রমনা বোমা হামলা মামলা বিচারপতি কৃষ্ণা দেবনাথ ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চের কার্যতালিকায় ছিল। বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি আপিল বিভাগে নিয়োগ পেলে মামলার নথিপত্র প্রধান বিচারপতির দপ্তরে চলে যায়। 

প্রধান বিচারপতি হাইকোর্টের নতুন কোন বেঞ্চে নির্ধারণ করে দিলে এ মামলার শুনানি হবে। রাষ্ট্রপক্ষ সূত্রে জানা গেছে, সুপ্রিম কোর্টের চলমান অবকাশ শেষে ঈদের পর মামলাটি শুনানির জন্য বেঞ্চ নির্ধারণের জন্য প্রধান বিচারপতির কাছে উপস্থাপন করা হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে