এমটিনিউজ২৪ ডেস্ক : আবারও গাড়িতে আগুন। তবে এবার কারো দেয়া আগুন না, সিলিন্ডার বিস্ফোরণে। ঢাকার শান্তিনগরে যানজটে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি প্রাইভেট কারে আগুন লেগে এক পরিবারের চারজন দগ্ধ হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার রাত ৯টায় এ ঘটনার ঘটে বলে পুলিশ জানিয়েছে। ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার থেকে আগুন ধরে যায় গাড়িটিতে অগ্নিদগ্ধদের চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিউটে নেওয়া হয়েছে।
তারা হলেন মাসুম পারভেজ (৪২), তার স্ত্রী সখিনা আক্তার কাজল (৩৮), তাদের ছেলে নাফিজ পারভেজ আজান (১৩) এবং মেয়ে জান্নাতুল ফেরদৌস এষা (১০)।
ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন জানান, মাসুম পারভেজের শরীরের ৮ শতাংশ, সখিনার ৫ শতাংশ, নাফিজের ৬ শতাংশ এবং জান্নাতুলের ৮ শতাংশ দগ্ধ হয়েছে।
শাহজাহানপুর থানার এসআই রফিকুল ইসলাম জানান, রাত ৯টার দিকে শান্তিনগরে ফরচুন মার্কেটের বিপরীতে রাস্তায় যানজটে দাঁড়িয়ে থাকা অবস্থায় গাড়িটিতে আগুন লেগে যায়। “গাড়িটির সিএনজি সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।”
মাসুমের ভাই মাসুদ পারভেজ জানিয়েছেন, তার ভাই গাড়ির ব্যবসা করেন। তাদের বাসা বাড্ডার ডিআইটি প্রজেক্ট এলাকায়। তারা ঈদের কেনাকাটা করতে যাচ্ছিলেন।