বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০১৬, ০৪:২৬:২১

‌‘টাকা নিলে লাইসেন্স বাতিল’

‌‘টাকা নিলে লাইসেন্স বাতিল’

নিউজ ডেস্ক : পুনরায় সিম নিবন্ধন করতে গিয়ে কোনো গ্রাহককে যদি টাকা দিতে হয় তাহলে সংশ্লিষ্ট রিটেইলারকে কালো তালিকাভুক্ত করা হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

সেসঙ্গে ওই রিটেইলারের অনুমোদনও বাতিল করতে মোবাইল অপারেটরদের নির্দেশনা দিয়েছেন তিনি।   

বৃহস্পতিবার সচিবালয়ে মোবাইল ফোন অপারেটরদের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা এবং প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠক শেষে প্রতিমন্ত্রী এ সিদ্ধান্তের কথা জানান।

তারানা হালিম বলেন, তার ফেসবুক পেজে অনেকেই অভিযোগ করেছেন, সিম নিবন্ধনের সময় গ্রাহকদের কাছ থেকে বাড়তি টাকা আদায় করা হচ্ছে।  এ পর্যায়ে বাড়তি টাকা নেয়ার কোনো সুযোগ নেই।

তারানা হালিম তার ফেসবুক পেজেও আজকের বৈঠকের ছবি দিয়ে একটি পোষ্ট শেয়ার করে এ সিদ্ধান্তের বিষয়ে লিখেন।
২৮ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে