শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩, ১০:৪৩:২৩

আরো ভয়ানকভাবে ছড়িয়ে পড়ছে নিউ সুপার মার্কেটের আগুন

আরো ভয়ানকভাবে ছড়িয়ে পড়ছে নিউ সুপার মার্কেটের আগুন

এমটিনিউজ২৪ ডেস্ক : বঙ্গবাজারের অগ্নিকাণ্ডের কয়েকদিনের মাথায় এবার আগুন লেগেছে রাজধানী ঢাকার নিউ সুপার মার্কেটে। আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। এটি আরো ভয়ানকভাবে ছড়িয়ে পড়ছে। আজ শনিবার (১৫ এপ্রিল) নিউ মার্কেট থানার ওসি শফিকুল গণি সাবু গণমাধ্যমকে জানিয়েছেন, নিউ সুপার মার্কেটের দ্বিতীয় তলা থেকে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।

তিনি বলেন, আগুণ নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট কাজ করছে। একইসঙ্গে আগুন নেভাতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১২ প্লাটুন মোতায়েন করা হয়েছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের সহকারী উপ-পরিচালক শাহজাহান শিকদার বলেন, প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। এখন পর্যন্ত হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি।

সাংবাদিকদের দেখেই এক ব্যবসায়ী কাঁদতে কাঁদতে বলেন, গতকাল (শুক্রবার) খুব ভালো বিক্রি হয়েছে। কিন্তু আজ আগুনে সব শেষ হয়ে গেল। যা লাভ হয়েছে, তার বেশি শেষ হয়ে গেল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে