সাজ্জাদ হোসেন, নিউ সুপার মার্কেট থেকে: ফাহমিদা আক্তার মলিকে ঈদের পোশাক কিনতে টাকা দিয়েছিলেন বড় বোন। মলি ভেবেছিলেন দুই/এক দিনের মধ্যে নিউমার্কেটে গিয়ে পছন্দের জামা কিনবেন। কিন্তু শনিবার সকালে নিউ সুপার মার্কেটে ভয়াবহ আগুনের কথা শুনে জামা কেনার পরিকল্পনা বাদ দিয়েছেন মলি। বোনের দেওয়া চার হাজার টাকায় জামা না কিনে দমকলকর্মীদের জন্য শরবত নিয়ে নিউমার্কেটে ছুটে এসেছেন তিনি।
মলি রাজধানীর গভর্মেন্ট কলেজ অব অ্যাপলাইড হিউম্যান সাইন্স কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী। থাকেন শেখা হাসিনা হলে। তিনি যশোরের মনিরামপুরের আজাহার আলী মোল্লার মেয়ে। চার ভাইবোনের মধ্যে তৃতীয় মলি।
ফাহমিদা আক্তার মলি বলেন, ঈদের আগে মার্কেটে আগুনে ব্যবসায়ীদের অনেক ক্ষতি হচ্ছে। তাদের জন্য খুব কষ্ট হচ্ছে আমার। আমিতো আগুন নেভানোর কাজ করতে পারছি না, তাই দমকলকর্মীদের তৃষ্ণা মেটাচ্ছি।
তিনি বলেন, সকালে আগুনের কথা শুনেই নিউমার্কেটে ছুটে আসি। এসে দেখি যারা আগুন নেভানোর কাজ করছেন তাদের জন্য পর্যাপ্ত খাবার পানি নেই। পরে হলে গিয়ে ঈদের জামা কেনার টাকা দিয়ে লেবু, চিনি ও ট্যাঙ কিনে শরবত বনিয়ে বোতলে ভরে আবার নিউমার্কেটে এসেছি।
উল্লেখ্য, ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে এ আগুন লাগে এবং ৫টা ৪৩ মিনিটের মধ্যে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরই মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।
তিনি জানান, ৯টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। নিরাপত্তার স্বার্থে একটু দেরিতে জানানো হয়েছে। এদিকে ফায়ার সার্ভিসের সঙ্গে কাজ করছেন সেনাবাহিনীর সদস্যরাও। আর সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি র্যাব ও বিজিবির সদস্যরা কাজ করছেন।-কালের কণ্ঠ