শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩, ০৫:৩২:২৫

আগুন যেন নিয়ন্ত্রণে আসে সেই কামনায় আল্লাহর কাছে দুই হাত তুলে মোনাজাত

আগুন যেন নিয়ন্ত্রণে আসে সেই কামনায় আল্লাহর কাছে দুই হাত তুলে মোনাজাত

এমটিনিউজ২৪ ডেস্ক : রাজধানীর নিউ সুপার মার্কেটে লাগা আগুন যেন দ্রুত নিয়ন্ত্রণে চলে আসে সেই কামনায় আল্লাহর কাছে সেজদা শেষে দুই হাত তুলে মোনাজাত করছেন এক যুবক। তীব্র গরম উপেক্ষা করে তিন ঘণ্টার বেশি সময় ধরে বসে ছিলেন তিনি।

সেই যুবকের নাম মো. তানভীর চৌধুরী। নিউ মার্কেটের রাস্তার বিপরীতে অবস্থিত গাউছিয়া মার্কেটের একটি দোকানে বিক্রয়কর্মী হিসেবে কর্মরত আছেন তিনি।

শনিবার (১৫ এপ্রিল) সকালে আগুনে জ্বলতে থাকা নিউ সুপার মার্কেটের সামনে ফায়ার সার্ভিসের একটি গাড়ির ওপর বসে মোনাজাত করতে দেখা যায় তাকে। আগুনের খবর পেয়ে সকাল ৭টায় তিনি নিউ মার্কেট এলাকায় আসেন।

তানভীর বলেন, ‘আগুন নেভাতে সবাই চেষ্টা করছে। আমার জায়গা থেকে আমারও কিছু করা দরকার। আমি আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ যেন আগুনটা নিয়ন্ত্রণ করে দেয়।’

তিনি আরও বলেন, ‘ব্যবসায়ীদের দিয়েই আমরা। তাদের ক্ষতি হলে আমাদেরও ক্ষতি। আমরা তাদের চাকরি করি।’

শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটে নিউ মার্কেট সংলগ্ন নিউ সুপার মার্কেটে আগুন আগুন লাগে। ৫টা ৪৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এরপর একে একে ৩০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। পরে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেখানে যোগ দিয়েছে সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা।

সকাল ৯টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও এখনও পুরোপুরি নেভেনি। ফায়ার সার্ভিসের ডিজি বলেন, যেহেতু এখানে সব দাহ্য পদার্থ, তাই আগুন পুরোপুরি নিভতে আরও সময় লাগবে। এখন আগুন পুরোপুরি নির্বাপণ ও ডাম্পিংয়ের কাজ চলছে। যে কারণে ধোঁয়ার সৃষ্টি হচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে