এমটিনিউজ২৪ ডেস্ক : চুয়াডাঙ্গায় গত ১০ বছরের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ভেঙেছে আজ। শনিবার বিকাল ৩টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২.২ ডিগ্রি সেলসিয়াস, যা অতি তীব্র তাপপ্রবাহ। এটি চলতি মৌসুমের জেলার সর্বোচ্চ তাপমাত্রা বলে জানিয়েছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস।
এদিকে, টানা ১৪ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। অব্যাহত অতি তীব্র তাপপ্রবাহে হাঁসফাঁস জনজীবন। একটু প্রশান্তির আশায় ছাঁয়াযুক্ত স্থানে আশ্রয় নিচ্ছে মানুষ।
দামুড়হুদা উপজেলার নতিপোতা গ্রামের চাষি ফিরোজ আলী বলেন, ‘খুব রোদ, তাপ। মাটে কাজ করা যাচ্চি না। রোদি টিকাই যাচ্ছি না। তাই ছেমায় (ছাঁয়ায়) বসি আচি।’
চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, গত কয়েক দিন থেকে চুয়াডাঙ্গা ও এর আশপাশ এলাকার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ থেকে শুরু হয়েছে অতি তীব্র তাপপ্রবাহ। গত টানা ১৪ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। আগামীকাল থেকে তাপমাত্রা আরও বাড়তে পারে।