শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩, ০৬:৫২:৪৩

অগ্নিকাণ্ডের ঘটনায় নিউ মার্কেট এলাকার মার্কেট বন্ধ, জানিয়েছেন খোলার সময়

অগ্নিকাণ্ডের ঘটনায় নিউ মার্কেট এলাকার মার্কেট বন্ধ, জানিয়েছেন খোলার সময়

এমটিনিউজ২৪ ডেস্ক : রাজধানীর নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় ওই এলাকার গাউছিয়া ও নুরজাহান মার্কেটসহ প্রায় সব দোকান আপাতত বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। মার্কেট বন্ধ থাকায় অনেক ক্রেতা ফিরে যাচ্ছেন। তবে, ক্রেতাদের আশ্বস্ত করে মার্কেট খোলার সময় জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন।

শনিবার (১৫ এপ্রিল) দুপুরে গণমাধ্যমকে তিনি বলেন, আগুন লাগার কারণে আপাতত মার্কেট বন্ধ রয়েছে। আগুন নিয়ন্ত্রণে এসেছে। বেলা ২ টার পর থেকে মার্কেট খুলতে শুরু করবে।

হেলাল উদ্দিন বলেন, বঙ্গবাজারের পর নিউ সুপার মার্কেটে আগুন সারাদেশের ঈদবাজার শেষ হয়ে গেছে। পরপর দুটি ঘটনা আমাদের চরম ক্ষতির মধ্যে ফেলে দিলো।

তিনি বলেন, বঙ্গবাজার এবং নিউমার্কেটের আগুন লাগার সময় একই। তবে আমি মনে করছি না এটা কোনো ষড়যন্ত্র। তারপরও তদন্ত কমিটি হবে, তদন্ত কমিটি রিপোর্ট দেবে।

এর আগে, শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটের দিকে রাজধানীর নিউ মার্কেট সংলগ্ন নিউ সুপার মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিটের সঙ্গে সেনা, র‌্যাব, বিজিবি, নৌ ও বিমানবাহিনী সম্মিলিত চেষ্টা চালায়। দীর্ঘ সাড়ে ৩ ঘণ্টার পর ৯টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হোন তারা। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে