বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০১৬, ০৫:০৭:৪২

‘শহীদ জিয়ারটা না সরিয়ে মুজিবের মাজার ঢাকায় আনুন’

‘শহীদ জিয়ারটা না সরিয়ে মুজিবের মাজার ঢাকায় আনুন’

ঢাকা : বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধি ঢাকা থেকে না সরিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি ঢাকায় আনার আহ্বান জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

২৮ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে এক চিকিৎসক সমাবেশে তিনি এ আহ্বান জানান।

জিয়াউর রহমানের ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘গণতন্ত্র পুনরুদ্ধার, সাংবিধানিক অধিকার সুরক্ষা ও জিয়া পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে’ ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এ সমাবেশের আয়োজন করে।

নজরুল ইসলাম খান বলেন, ক্ষমতায় এসেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে যাওয়ার ব্রিজ ‘বেইলি ব্রিজ’ সরিয়ে দেয়া হয়েছে।  এখন লুই আই ক্যানের নকশার দোহাই দিয়ে শেরেবাংলা নগর থেকে শহীদ জিয়াউর রহমানের মাজার সরাতে চায় সরকার।  

তিনি বলেন, আপনাদের নেতার (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান) মাজার অনেক দূরে।  ওটাও ঢাকায় নিয়ে আসেন।  কিন্তু জিয়াউর রহমানের মাজার সরানোর দরকার কী? জিয়াউর রহমানের অপরাধ কী? প্রয়োজনে নতুন করে একটা জানাজার আয়োজনও করতে পারেন, যাতে জিয়াউর রহমানের জানাজার চেয়ে বেশি লোক হয়।    

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে নজরুল ইসলাম খান বলেন, জিয়াউর রহমানের মাজার নিয়ে ষড়যন্ত্র বন্ধ করুন।  এর চেয়ে অনেক বড় বড় কাজ পড়ে আছে।  দেশের মানুষ এখনো না খেয়ে থাকে।  লাখ কোটি লোক এখনো বেকার।  অনেকে বিনাচিকিৎসায় মারা যাচ্ছে।  অনেক ছেলেমেয়ের লেখাপড়া হয় না।  এসবের সমাধানের উদ্যোগ নিন।

তিনি বলেন, জিয়াউর রহমানকে আওয়ামী লীগের অনেক নেতা পাকিস্তানের এজেন্ট বলেন।  কিন্তু তারা একবারও ভাবেন না যে, জিয়াউর রহমান যদি পাকিস্তানের এজেন্ট হয়, তাহলে তাকে যিনি বীরউত্তম খেতাব দিয়েছেন তিনি কে? জিয়াকে ছোট করতে গিয়ে নিজেদের নেতাকেও (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান) ছোট করে ফেলছেন তারা।

‘জিয়া পরিবার ও বিএনপিকে টার্গেট করে ধ্বংস করা হচ্ছে’ বলেও অভিযোগ করেন নকিনি।  

নজরুল ইসলাম বলেন, জিয়াউর রহমানের নাম ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে।  যেসব বই-পুস্তকে জিয়ার নাম রয়েছে সেসব বই লাইব্রেরি থেকে বের করে পুড়িয়ে ফেলা হয়েছে।  বিএনপি নেতাকর্মীদের হেনস্তা করা হচ্ছে।  

তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা আর গণতন্ত্র আজ আইসিউতে।  তবে এখনো মরে যায়নি।  যেভাবেই হোক একটি সংসদ রয়েছে।  কিছু লোক সেখানে কথাও বলেন।  মৃতপ্রায় গণতন্ত্রকে বাঁচাতে সবাইকে একসাথে কাজ করতে হবে।

সমাবেশে সভাপতিত্ব ড্যাব সহ-সভাপতি অধ্যাপক ডা. রফিকুল কবির লাবু।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার, ড্যাব মহাসচিব অধ্যাপক  ডা. এ জেড এম জাহিদ হোসেন, আয়োজক সংগঠনের নেতা অধ্যাপক ডা. সিরাজ উদ্দিন, অধ্যাপক ডা. আবদুল মান্নান, অধ্যাপক ডা. আবদুল কুদ্দুস, অধ্যাপক ডা. আবদুস সালাম, অধ্যাপক ডা. রফিক আল কবির, অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু প্রমুখ।
২৮ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে