এমটিনিউজ২৪ ডেস্ক : কুমিল্লার নাঙ্গলকোটে একটি মালবাহী ট্রেনের সঙ্গে আন্তঃনগর সোনার বাংলা এক্সপ্রেসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সোনার বাংলার ছয়টি বগি লাইনচ্যুত হয়ে গেছে। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন। ওই রুটে বন্ধ রয়েছে ট্রেন চলাচল।
রোববার (১৬ এপ্রিল) সন্ধ্যা পৌনে সাতটার দিকে এই দুর্ঘটনা ঘটে। রেলওয়ে সূত্র জানায়, নাঙ্গলকোটের হাসানপুর স্টেশনে অবস্থানরত মালবাহী ট্রেনের সঙ্গে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস সংঘর্ষের পর ছয়টি বগি লাইনচ্যুত হয়। এতে পাঁচজন আহত হয়েছেন।
লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার জানান, দুর্ঘটনার পর থেকে ওই রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। লাইনচ্যুত বগিগুলো উদ্ধার করে রেল চলাচল স্বাভাবিক করতে কয়েক ঘণ্টা লেগে যেতে পারে বলে জানিয়েছেন তিনি।