এমটিনিউজ২৪ ডেস্ক : এখন দেশজুড়ে তীব্র গরম বইছে। সূর্যের প্রখর তাপে জনজীবন নাজেহাল। আজ রবিবার দুপুর ১টা পর্যন্ত রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। যা ঢাকায় ৫৮ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা। এর আগে শনিবার ১৫ এপ্রিল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
দেশের আবহাওয়ার পরিস্থিতির কারণে মানুষের নাভিশ্বাস এখন চরমে। এ অবস্থায় স্বস্তির বৃষ্টি প্রত্যাশা করছেন অনেকে। এদিকে বৃষ্টি প্রার্থনার ব্যাপারে সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন দেশের জনপ্রিয় ইসলামী আলোচক শায়খ আহমাদুল্লাহ। আজ রবিবার ১৬ এপ্রিল ভেরিফায়েড পেজে তিনি লেখেন, ‘তীব্র দাবদাহে পুড়ছে দেশ৷ ওষ্ঠাগত মানুষ ও পশুপাখির জীবন৷ হুমকির মুখে ফল ও ফসল৷’
এরপরই তিনি বৃষ্টির প্রসঙ্গ টেনে লেখেন, ‘এ সময়ে প্রয়োজন রহমতের বৃষ্টি৷ প্রিয় নবী (সা.) এমন অনাবৃষ্টিতে লোকদেরকে নিয়ে মাঠে বেরিয়ে যেতেন৷ এবং ইস্তিসকা তথা বৃষ্টি প্রার্থনার সালাত আদায় করতেন (বুখারি, মুসলিম)৷’
এদিকে সবশেষ এই ইসলামিক আলোচক লেখেন, ‘আমরা দেশের সব ইমাম-খতিব ও দায়িত্বশীলদের প্রতি সালাতুল ইস্তিসকার সুন্নাহ জিন্দা করার বিনীত আহ্বান জানাই৷ আমরাও সালাতুল ইস্তিসকার পরিকল্পনা করছি।’