নিউজ ডেস্ক : জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, অনেক কাজে বলা হয় ১৯৯০ সাল পর্যন্ত জাতীয় পার্টি স্বৈরাচারী আচরণ করেছে। আমি এটাকে অস্বীকার করি না। কিন্তু এখন যারা দেশ চালাচ্ছে তারা কি স্বৈরাচারী আচরণ করছে না?
আজ বৃহস্পতিবার বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
দলের নবনিযুক্ত কো-চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব রুহুল আমিন হাওলাদারকে সংবর্ধনা দেয় জাতীয় সৈনিক পার্টি।
অনুষ্ঠানে জাতীয় পার্টির শাসনামলের উল্লেখ করে জি এম কাদের বলেন, সে সময় যে আচরণ করা হয়েছে, সবগুলো যে পদ্ধতিগতভাবে করা হয়েছে তাও নয়। অনেক ক্ষেত্রে হয়তো স্বৈরাচারীও বলা যায়। এটা আমি অস্বীকার করছি না।
তিনি বলেন, আমরা সংসদে থাকতে চাই। আমরা সংসদ থেকে আমাদের সদস্যদের পদত্যাগ করতে বলব, এ কথা সঠিক নয়। যারা মন্ত্রিসভায় রয়েছেন, উনারা যদি আলাদাভাবে মন্ত্রিসভায় যান আমার আপত্তির কিছু নেই। কিন্তু পার্টিতে থেকে এটা করতে হলে আমাদের রাজনীতি হচ্ছে না।
প্রধানমন্ত্রী আগাম নির্বাচন দিতে পারেন বলেও ধারণা করেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের। নেতাকর্মীদের তিনি নির্বাচনের প্রস্তুতি নেয়ারও তাগিদ দেন।
২৮ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম