শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩, ০৮:৫২:০৬

আজ শেখ জামালের ৭০তম জন্মদিন

আজ শেখ জামালের ৭০তম জন্মদিন

এমটিনিউজ২৪ ডেস্ক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় ছেলে বীর মুক্তিযোদ্ধা শহীদ লেফটেন্যান্ট শেখ জামালের ৭০তম জন্মদিন আজ। ১৯৫৪ সালের ২৮ এপ্রিল গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে তাঁর জন্ম। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পরিবারের অন্য সদস্যদের সঙ্গে শেখ জামালও গৃহবন্দি ছিলেন। সেখান থেকে পালিয়ে তিনি মহান মুক্তিযুদ্ধে অংশ নেন।

শেখ জামাল ছিলেন সংস্কৃতিপ্রেমী ও একজন ক্রীড়াবিদ। তিনি ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ থেকে মাধ্যমিক ও ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। তিনি ছিলেন চৌকস ও মেধাবী সেনা কর্মকর্তা। তিনি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর লং কোর্সের প্রথম ব্যাচের কমিশন্ড অফিসার। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে ঘাতকের নির্মম বুলেটের আঘাতে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে শহীদ হন শেখ জামাল।

জন্মদিনে শহীদ শেখ জামালকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করবে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। দিবসটি যথাযথ মর্যাদার সঙ্গে পালন উপলক্ষে আজ সকাল ৯টায় বনানী কবরস্থানে শেখ জামালের সমাধিতে বাংলাদেশ আওয়ামী লীগের উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি অর্পণ এবং তাঁর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হবে। এ ছাড়া সহযোগী সংগঠনগুলোও নানা কর্মসূচি পালন করবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে