শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০১৬, ০৮:২১:৪০

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি ও আইনমন্ত্রীর বৈঠক

 রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি ও আইনমন্ত্রীর বৈঠক

ঢাকা : বিচারপতিদের অবসরের পর রায় লেখা আইন ও সংবিধান পরিপন্থী বলে প্রধান বিচারপতি মন্তব্য করার জের ধরে বর্তমান সরকারের বৈধতা নিয়ে চলমান বিতর্কের মধ্যে বৃহস্পতিবার রাতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, আইনমন্ত্রী আনিসুল হক ও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

বৃহস্পতিবার রাত সাড়ে সাতটা থেকে ১০টা পর্যন্ত বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে তাদের বৈঠক হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বঙ্গভবনে পৌঁছান। এরপর আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল বঙ্গভবনে প্রবেশ করেন। রাত ১০টা পর্যন্ত তারা রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করেন।

এ বৈঠকে এতে দেশের চলমান বিভিন্ন পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, এটি একটি নৈশভোজ ছিল। তবে সেখানে দেশের চলমান বিভিন্ন পরিস্থিতি উঠে আসে।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা দায়িত্ব গ্রহণের এক বছর পূর্তি উপলক্ষে বাণীতে বলেছিলেন, বিচারপতিদের অবসরের পর রায় লেখা সংবিধানপরিপন্থী।

এ নিয়ে রাজনৈতিক মহল ও বিচারাঙ্গনে নানামুখী আলোচনা চলছে। গত মঙ্গলবার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় আইনমন্ত্রী আনিসুল হক বলেন, অবসরে যাওয়ার পর কোনো বিচারকের রায় লেখা অসাংবিধানিক হতে পারে না।

এ অবস্থায় রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেলের বৈঠক অনুষ্ঠিত হল।
২৯ জানুয়ারি ২০১৬ এমটিনিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে