ঢাকা: জাতীয় পার্টির অভ্যন্তরে চলমান সঙ্কটের মধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ। সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
দশম জাতীয় সংসদের নবম অধিবেশনে বৃহস্পতিবার মাগরিবের নামাজের বিরতির সময় সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে দেখা করেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ।
এ সময় রওশনের সঙ্গে ছিলেন জাতীয় পার্টির নেতা ও পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম, বিরোধী দলীয় প্রধান হুইপ মো. তাজুল ইসলাম চৌধুরী।
বৈঠক শেষে রওশন এরশাদ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচ্য বিষয় সম্পর্কে জানতে চাইলে বিরোধীদলীয় নেতা সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে দুটো বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ময়মনসিংহ বিভাগ এবং অর্থনৈতিক অঞ্চল গঠন নিয়ে আলোচনা হয়েছে।
জাতীয় পার্টির চলমান অস্থিরতা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে কি না—এর জবাবে রওশন এরশাদ বলেন, ‘কো-চেয়ারম্যান নিয়োগ আমাদের দলের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়। দলের নেতৃত্বে যে কেউ আসতে পারে। আর এসব বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করব কেন?’
চলতি মাসের ১৭ তারিখ রংপুরে জেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ তার ছোট ভাই ও প্রেসিডিয়াম সদস্য জি এম কাদেরকে দলের কো-চেয়ারম্যান ঘোষণা করেন।
তিনি বলেন, ‘আজ থেকেই গোলাম মোহাম্মদ কাদের দলের কো-চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। এ ছাড়া আমার অবর্তমানে দলের হালও ধরবেন তিনি।’
২৯ জানুয়ারি ২০১৬ এমটিনিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ