শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০১৬, ১১:৫৩:১২

ক্লাস নেয়া হলো না রাবি অধ্যাপকের

ক্লাস নেয়া হলো না রাবি অধ্যাপকের

নিউজ ডেস্ক : ক্লাস নেয়া হলো না রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাসেরের (৫৭)।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ক্লাস নিতে যাওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান (ইন্না লিল্লাহি... রাজিউন)।

অধ্যাপক নাসেরের আকস্মিক মৃত্যুতে গোটা বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে।

পরিসংখ্যান বিভাগের সভাপতি অধ্যাপক রিপতার হোসেন বলেন, ক্লাসে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে অধ্যাপক নাসের নিজ চেম্বারের দরজা খুলছিলেন। এ সময় হঠাৎ তাকে পড়ে যেতে দেখেন আশপাশে থাকা কয়েকজন শিক্ষক-শিক্ষার্থী। পড়ে গেলে তার নাক-মুখ দিয়ে প্রচুর রক্তক্ষরণ হতে দেখা যায়।

পরে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অধ্যাপক নাসেরকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

অধ্যাপক নাসেরের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মুহম্মদ মিজানউদ্দিন ও প্রো-ভিসি প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান গভীর শোক প্রকাশ করেছেন।

এক শোকবার্তায় তারা রাজশাহী বিশ্ববিদ্যালয় তথা দেশের পরিসংখ্যান শিক্ষা ও গবেষণায় তার অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা শেষে মরদেহ বাগেরহাটে তার নিজ বাড়িতে নেয়া হয়। সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।

অধ্যাপক নাসের তেল-গ্যাস-বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়কের দায়িত্বে ছিলেন। এছাড়া ছাত্রজীবন থেকে তিনি বাম রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
২৯ জানুয়ারি ২০১৬ এমটিনিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে