ঢাকা : বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ‘উচ্চ আদালতের কলঙ্ক হচ্ছেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। তত্ত্বাবধায়ক সরকার বাতিলের পর দেশের সকল রক্তপাত ও হানাহানির জন্য তিনি দায়ী।’ তাই তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্তের ত্রয়োদশ সংশোধনী বাতিল করায় তাকে গ্রেফতারের দাবি জানিয়েছেন তিনি।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার প্রতিবাদে শুক্রবার জাতীয় প্রেসক্লাবে মহিলা দল আয়োজিত মানববন্ধনে রিজভী এ দাবি জানান।
তিনি অভিযোগ করেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আদালতকে প্রাইভেট সেক্টরে পরিণত করার চেষ্টা করছেন। আদালতকে স্বাধীনভাবে কাজ করতে দিচ্ছেন না। সকল মামলায় এখন হচ্ছে শাসক দলের ইচ্ছায়।’
বিএনপির এই নেতা বলেন, ‘উচ্চ আদালতের কলঙ্ক হচ্ছেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। তত্ত্বাবধায়ক সরকার বাতিলের পর দেশের সকল রক্তপাত ও হানাহানির জন্য তিনি দায়ী।’
তিনি বলেন, ‘মূলত খায়রুল হকের অপকর্ম ঢাকার জন্যই এই সরকার খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করেছে। পাপ কখনো চাপা থাকে না। জনতার আদালতে পাপীদের বিচার হবেই।’
আইনমন্ত্রীর প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে রিজভী বলেন, ‘আইনমন্ত্রী বলেছেন- বিচারপতিরা অবসরে গেলেও রায় লিখতে পারবেন। আমি বলব- তিনি আইনের দৃষ্টিতে মিথ্যা ও অন্যায় কথা বলেছেন।’
তিনি বলেন, ‘কারণ অবসরে যাওয়ার পর বিচারপতির আর শপথ থাকে না। খায়রুল হক হচ্ছেন সেই ব্যক্তি যিনি সরকারের পতি অনুরাগ এবং বিএনপির প্রতি বিরাগভাজন হয়েছেন। তাই তাকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’
বিএনপি কর্মসূচি দিলে সরকার স্বস্তিতে থাকে না উল্লেখ করে বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, ‘আজকের এই মানববন্ধন বানচালে বিভিন্ন অপচেষ্টা হয়েছে। কারণ একটাই- দেশে বিরোধী দলের কোনো অধিকার নেই।’
মানববন্ধনে অংশ নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান বলেন, ‘পাক বাহিনীর কাছে আত্মসমর্পণকারী আওয়ামী লীগ আজ নিজেদের স্বাধীনতার ঘোষক বলে দাবি করছে।’
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বক্তব্যে আওয়ামী লীগের মধ্যে তোলপাড় শুরু হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
আয়োজক সংগঠনের সভাপতি নূরে আরা সাফার সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আজম খান, সংগঠনের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত প্রমুখ।
২৯ জানুয়ারি ২০১৬ এমটিনিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ