ঢাকা : আলোচিত ব্যবসায়ী মুসা বিন শমসেরের (প্রিন্স মুসা)জানালেন ‘ভয়ঙ্কর মানসিক রোগে ভোগছি। যখন ওই দুর্ঘটনা (সুইস ব্যাংকের টাকা ফ্রিজ করা) হলো তখন থেকে আমি এই রোগে ভুগছি’, বলেন প্রিন্স মুসা।
সু্ইস ব্যাংকে ১২ বিলিয়ন ডলার জব্দ করার পর থেকে তিনি ডেথ ফোবিয়ায় ভুগছেন।
চলতি মাসের ১৩ জানুয়ারি ডেথ ফোবিয়ার কথা জানিয়ে হাজিরা দিতে দুদকের কাছে তিন মাসের সময় চেয়েছিলেন আলোচিত ব্যবসায়ী প্রিন্স মুসা বিন শমসের। তবে কমিশন তাকে মাত্র ১০ কর্মদিবস সময় দেয়।ওই দিন ২৮ জানুয়ারি সকাল ১১টায় দুদকের প্রধান কার্যালয়ে সশরীরে হাজির হতে চিঠি দেয়া হয়।
বৃহস্পতিবার সকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ে সশরীরে হাজির হন প্রিন্স মুসা। ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে সাংবাদিকদের কাছে মুসা আবারও ডেথ ফোবিয়ার ভয়ঙ্কর মানসিক রোগের কথা বলেন।
জীবনের সবকিছু হারিয়েছেন উল্লেখ করে প্রিন্স মুসা বলেন, ‘মাঝখানে শরীরের অবস্থা আরও খারাপ ছিল, এখন একটু ভালো।’ ‘জীবনের সবকিছু হারিয়ে ভালো থাকি কী করে বলুন?’ সাংবাদিকদের দিকে তাকিয়ে দুঃখ করে বলেন মুসা।
২৯ জানুয়ারি ২০১৬ এমটিনিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ