ঢাকা : আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, আওয়ামী লীগে সবাই একত্রিত হয়ে কাজ করে। আওয়ামী লীগ প্রকৃত গণতান্ত্রিক দল। আমাদের নেত্রী (হাসিনা) যা করেন সবাইকে নিয়েই করেন। আর বিএনপি নেত্রী (খালেদা) যা বলেন তাই হয়। তিনি দিনকে রাত বললে রাত, আর রাতকে দিন বললে দিন। কিন্তু আমাদের দলে এটা হয় না।
শুক্রবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের স্মরণসভা ও চলমান রাজনীতি নিয়ে এ আলোচনা সভার আয়োজন করে বঙ্গবন্ধু একাডেমি।
সুরঞ্জিত বলেন, বিএনপি নেতাদের মুখে সংবিধান নিয়ে কথা বলা মানায় না। কারণ তারাই প্রথম সংবিধান ধ্বংস করে ক্ষমতায় এসেছিল। তবে তারা মার্শাল ল’ নিয়ে কোনো অভিমত দিলে সেটা ঠিক আছে।
তিনি বলেন, দুদককে শক্তিশালী করতে হবে। দুর্নীতি প্রতিরোধ, উন্নয়ন ও গণতন্ত্র একসঙ্গে চলতে হবে। আমাদের নেত্রী সৎ থাকবেন, আর আমরা দুর্নীতির বিরুদ্ধে থাকব না তা হবে না।
সুরঞ্জিত বলেন, দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলো দুর্নীতি প্রতিরোধে এগিয়ে যাচ্ছে। আমাদেরও এগোতে হবে। আমরা দুর্নীতি রোধে আফগানিস্তানের চেয়েও পিছিয়ে আছি।
২৯ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম