এমটিনিউজ২৪ ডেস্ক : চট্টগ্রাম বন্দরের অদূরে সাগরে নোঙর করা একটি লাইটারেজ জাহাজে আগুন লেগেছে। শুক্রবার (২৬ মে) রাত সাড়ে ১১টার দিকে লাগা আগুন তীর থেকে সাড়ে ১২টার দিকেও জ্বলতে দেখেছেন প্রত্যক্ষদর্শীরা।
চট্টগ্রাম ইপিজেড ফায়ার স্টেশনের কর্মকর্তা আবসার উদ্দিন গণমাধ্যমকে জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা সমুদ্রের তীরে গেছেন। তবে লাইটার জাহাজটির কাছে তাদের যাওয়ার ব্যবস্থা হয়নি এখনো।
তিনি বলেন, আকমল আলী ঘাট থেকে অন্তত দুই কিলোমিটার দূরে সাগরে নোঙর করে রাখা ছিল লাইটারেজটি। এখানে নৌকা বা ট্রলার কিছুই নেই যা দিয়ে সেখানে পৌঁছানো যাবে।
চট্টগ্রাম ইপিজেড থানার ওসি আব্দুল করিম জানান, লাইটারেজে থাকা তিনজন নাবিক একটি নৌকা নিয়ে পাড়ে এসেছেন। তারা জানিয়েছেন লাইটারেজটিতে মোট পাঁচজন নাবিক ছিলেন।
তারা ছাড়া অন্য দুজন অপর একটি জাহাজে উঠেছেন। ওই জাহাজটি কোন প্রতিষ্ঠানের এবং কী ধরনের পণ্য ছিল সেটি জানাতে পারেনি পুলিশ বা ফায়ার সার্ভিস কেউই।লাইটার জাহাজ দিয়ে বন্দরের বহিনোঙরে থাকা বড় জাহাজ থেকে পণ্য খালাস করে বন্দরে ও দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হয়।