ঢাকা : নতুন রাজনৈতিক দল নিয়ে মাঠে আসছেন গণসংহতির প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। আগামী ২৭ ও ২৮ মে এ দলের পূর্ণাঙ্গ কমিটি হবে বলেও জানিয়েছেন তিনি।
শুক্রবার দুপুর ১২টার দিকে হাতিরপোলস্থ গণসংহতিরর কেন্দ্রীয় কার্যালয়ে সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনের সময় তিনি এ ঘোষণা দেন।
সাকি বলেন, ‘জনগণের নিজস্ব রাজনৈতিক শক্তি গড়ে তোলার তাগিদ থেকেই ২০০২ সালের ২৯ আগস্ট কয়েকটি সংগঠনের ঐক্যবদ্ধ রাজনৈতিক মঞ্চ হিসেবে গণসংহতি আন্দোলনের যাত্রা শুরু হয়।
তিনি বলেন, এর মধ্যেই ২০০৪ সালে প্রথম এবং ২০১১ সালে দ্বিতীয় জাতীয় প্রতিনিধি সম্মেলনে একটি রাজনৈতিক দল গড়ে তোলার তাগিদ অনুভব করেছি। সেই ধারাবাহিকতায় গত বছরের নভেম্বর মাসে তৃতীয় জাতীয় প্রতিনিধি সম্মেলনে গণসংহতি আন্দোলনকে একটি পূর্ণাঙ্গ রাজনৈতিক দল হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নেয়া হয়।
সাকি বলেন, সম্মেলনে একইসঙ্গে একটি পূর্ণাঙ্গ গঠনতন্ত্র ও রাজনৈতিক ঘোষণা এবং ১৫ দফা কর্মসূচি ও দলের প্রস্তাবিত রূপরেখা প্রণীত হবে। যার ভিত্তিতেই গণসংহতি আন্দোলন নতুনভাবে যাত্রা শুরু করবে। এজন্য আগামী ২৭ ও ২৮ মে সংগঠনিক প্রতিনিধি সম্মেলনে দলের পূর্ণাঙ্গ কমিটি ও রাজনৈতিক নাম চূড়ান্ত করা হবে।
তিনি বলেন, সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী নতুন গঠনতন্ত্র অনুসরণ করে সংগঠনের বর্তমান সদস্যদের নতুন করে সদস্যপদ গ্রহণ করতে হবে। তারই অংশ হিসেবে আজ থেকে কেন্দ্রীয়ভাবে তিন মাসব্যাপী সদস্য সংগ্রহ কর্মসূচি শুরু হয়েছে। এ সময়ের মধ্যে সারাদেশে ৫০ হাজার সদস্য সংগ্রহ করা যাবে।
সব শর্ত পূরণ করে নির্বাচন কমিশনের নিবন্ধনের জন্য আবেদন করা হবে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে গণসংহতি আন্দোলনের সমন্বয়ক আব্দুস সালাম, কেন্দ্রীয় সদস্য আবুল হাসান রুবেল, অপরাজিতা দেব, ফিরোজ আহমেদ, বাচ্চু ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
২৯ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম