বাদল নূর : এমএ আজিজের আকস্মিক মৃত্যুর পর ১০ বছর আগের সেই প্রশ্নটি ফের সামনে এসেছে। কে হবেন ঢাকা মহানগর আওয়ামী লীগের নতুন কাণ্ডারি? ২০০৬ সালের ২৮ নভেম্বর মহানগর আওয়ামী লীগের তত্কালীন সভাপতি মোহাম্মদ হানিফের মৃত্যুতে পদটি শূন্য হলে নেতা-কর্মীদের মধ্যে সৃষ্টি হয়েছিল এই প্রশ্ন।
পরে সিনিয়র সহসভাপতি এমএ আজিজ পেয়েছিলেন ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব। তার মৃত্যুতে ফের নতুন করে প্রশ্ন উঠেছে এবার ঢাকা মহানগরের কে ধরবেন সংগঠনের হাল? এদিকে সম্মেলনের পর তিন বছরের বেশি সময় পেরিয়ে গেলেও মহানগরের নতুন ঘোষণা নিয়ে জটিলতা কাটেনি। এমএ আজিজের মৃত্যুতে এ জটিলতা আরও বেড়েছে বলে জানা গেছে।
দলীয় সূত্র জানায়, সর্বশেষ ২০১২ সালের ২৭ ডিসেম্বর ঢাকা মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনের পর নতুন কমিটি গঠিত না হওয়ায় পূর্ববর্তী ২০০৩ সালের কমিটিকে দায়িত্ব পালন করতে বলা হয়। তখন থেকেই ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজ ও সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরীর কমিটি দায়িত্ব পালন করে আসছে।
এদিকে নতুন কমিটির খসড়া তালিকা তৈরি করা হলেও এমএ আজিজের মৃত্যুতে এই তালিকা পরিবর্তন ও পরিবর্ধনের জন্য স্থগিত রাখা হয়েছে বলে জানা গেছে। মহানগর আওয়ামী লীগের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, তারা আগামী মার্চে অনুষ্ঠেয় দলের জাতীয় সম্মেলনের জন্য অপেক্ষা করছেন।
এ সম্মেলনের মাধ্যমে ঢাকা মহানগরকে উত্তর ও দক্ষিণে ভাগ করার গঠনতান্ত্রিক সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে। তাই এ মুহূর্তে ভারপ্রাপ্ত সভাপতির বিষয়টি নিয়ে তারা মাথা ঘামাচ্ছেন না। ঢাকা মহানগরের বর্তমান নেতাদের মধ্য থেকেই নতুন নেতৃত্ব আসবে বলে ইঙ্গিত দিয়েছেন তারা।
৩০ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ/এসএস/এসবি