শনিবার, ৩০ জানুয়ারী, ২০১৬, ০৮:১৯:১৩

দুই সহপাঠীর মর্মান্তিক মৃত্যু

দুই সহপাঠীর মর্মান্তিক মৃত্যু

রাজশাহী : রাজশাহীতে ট্রাকের ধাক্কায় কিশোর সহপাঠী নিহত হওয়ার খবর শুনে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে দশম শ্রেণির ছাত্রী এক কিশোরী।

রাজশাহীর মতিহার থানা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।

সড়ক দুর্ঘটনায় নিহত ওই কিশোরের নাম তূর্য হোসেন। সে নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাহের হোসেন সুজার ছেলে এবং ডাসমারী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। এ মৃত্যুর খবর শুনে সহপাঠী কিশোরী কেয়া খাতুন আত্মহত্যা করে। সে ডাসমারী এলাকার আব্দুল মান্নানের মেয়ে।

জানা গেছে, শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে তূর্য মোটরসাইকেলযোগে বিনোদপুর বাজার থেকে বাড়িতে ফিরছিল। এ সময় মণ্ডলের মোড় এলাকায় ইটবাহী একটি ট্রলির সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হয় তূর্য। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তূর্যের মৃত্যুর খবর শুনে কেয়া খাতুন নিজ শয়নকক্ষে গলায় ফাঁস লাগায়। দ্রুত মুমূর্ষু অবস্থায় তাকেও নেয়া হয় হাসপাতালে। চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩টার দিকে তার মৃত্যু হয়।

মতিহার থানার ওসি হুমায়ুন কবির বলেন, দুটি ঘটনার বিষয়ে থনায় কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
৩০ জানুয়ারি ২০১৬ এমটিনিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে