শনিবার, ৩০ জানুয়ারী, ২০১৬, ০৯:৫৫:১৫

চট্টগ্রামে প্রধানমন্ত্রী

চট্টগ্রামে প্রধানমন্ত্রী

চট্টগ্রাম : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বন্দরনগরী চট্টগ্রামে যাচ্ছেন। তিনি দেশের প্রথম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। ২৪ তলা ভবনটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ২০০ কোটি টাকা।

চিটাগং চেম্বারের শতবর্ষ পূর্তিতে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারটি চালু হচ্ছে। ব্যবসায়ী নেতারা জানান, এ সেন্টার দেশের ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এর মাধ্যমে বিশ্বের ৩২৭টি ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নেটওয়ার্কে সংযুক্ত হচ্ছে বন্দরনগরী।

বিপণনের জন্য দেশের উত্পাদিত সব পণ্য থাকবে একই ছাদের নিচে। এরই মধ্যে আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড অ্যাসোসিয়েশনের সনদ পেয়েছে এটি।

চিটাগং চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, ‘কোনো ধরনের ব্যাংকঋণ ছাড়াই প্রায় ২০০ কোটি টাকা ব্যয়ে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার নির্মাণ করে আমরা প্রমাণ করেছি আন্তরিকতা থাকলে ভালো কিছু করা সম্ভব। এটি হবে দেশের গর্ব, যা বেসরকারি উদ্যোক্তাদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।’

নগরীর আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় ৭৫ কাঠা জমির ওপর নির্মিত ৬ লাখ ৭৮ হাজার বর্গফুটের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ব্যাংক, এক্সিবিশন হল, শপিংমল, ফুড কোর্ট, আইটি জোন, কনভেনশন হল, সভাকক্ষ, ইন্টারন্যাশনাল মিডিয়া অ্যান্ড ল্যাঙ্গুয়েজ সেন্টার, হেলথ ক্লাব, ব্যাংকোয়েট হল, বিলিয়ার্ড রুম, স্নুকার রুম, টেনিস কোর্ট ও সুইমিং পুল থাকছে।

ভবনের দশম থেকে ২০ তলা পর্যন্ত পাঁচ তারকা হোটেলের জন্য বরাদ্দ রাখা হয়েছে। ভবনের ২১ তলায় থাকছে হেলিপ্যাড। ২৯৮ ফুট উচ্চতার এ ভবন চট্টগ্রামের সর্বোচ্চ উঁচু ভবন। ২০০৬ সালে এ ভবনের নির্মাণকাজ শুরু হয়।

স্থানীয় প্রশাসন সূত্র জানায়, আজ বেলা ১১টায় প্রধানমন্ত্রী হেলিকপ্টারযোগে ঢাকা থেকে সরাসরি চট্টগ্রাম সেনানিবাসে পৌঁছবেন। বেলা ২টায় প্রধানমন্ত্রী চট্টগ্রাম সেনানিবাসের ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের (ইবিআরসি) নবম পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দেবেন।

সেনাবাহিনীর অনুষ্ঠান শেষে বেলা ৩টার দিকে প্রধানমন্ত্রী চট্টগ্রামের কুয়াইশ এলাকায় নবনির্মিত দেশের বৃহত্তম ও সর্বোচ্চ উচ্চতার বঙ্গবন্ধুর ম্যুরাল এবং বঙ্গবন্ধু এভিনিউর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

একই স্থান থেকে প্রধানমন্ত্রী চট্টগ্রামের কদমতলী ফ্লাইওভার, বায়েজিদ-সীতাকুণ্ড বাইপাস রোডের নির্মাণকাজ এবং রিং রোডের নির্মাণকাজের উদ্বোধন করবেন। বেলা সাড়ে ৩টায় প্রধানমন্ত্রী চট্টগ্রামের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় নবনির্মিত ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের উদ্বোধন করবেন।

এছাড়া চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে হেলিকপ্টারযোগে ঢাকায় ফিরবেন তিনি।
৩০ জানুয়ারি ২০১৬ এমটিনিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে