বুধবার, ০৭ জুন, ২০২৩, ০৮:০৮:২০

দেশের বাজারে এবার বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে এবার বাড়ল স্বর্ণের দাম

এমটিনিউজ২৪ ডেস্ক : দেশের বাজারে বেড়েছে সোনার দাম। নতুন দাম অনুযায়ী প্রতি ভরিতে ১ হাজার ৭৪৯ হাজার টাকা বেড়েছে। এতে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হয়েছে ৯৮ হাজার ৪৪৪ টাকা। যা আগামীকাল বৃহস্পতিবার (৮ জুন) থেকে কার্যকর হবে।

বুধবার (৭ জুন) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) দাম বেড়ে যাওয়ায় এই মূল্য সমন্বয় করা হয়েছে।  

২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে ৯৩ হাজার ৯৫৪ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৪০০ টাকা বাড়িয়ে ৮০ হাজার ৫৪০ টাকা করা হয়েছে। সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা বাড়িয়ে ৬৭ হাজার ১২৬ টাকা করা হয়েছে।

এর আগে গত ২ এপ্রিল ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম উঠে ৯৯ হাজার ১৪৪ টাকায়। যা ছিল দেশের বাজারে রেকর্ড।

তবে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের ১ ভরি রুপা ১ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের রুপা ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের রুপা ১ হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ১ হাজার ৫০ টাকা ভরি বিক্রি হচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে