ঢাকা : একটি ব্যক্তিগত বিজ্ঞাপন প্রকাশ পুরোপুরি নিষিদ্ধ করেছে ফেসবুক কর্তৃপক্ষ। তবে বিজ্ঞাপন প্রচারে সুযোগ আগের মতই থাকছে অস্ত্র ব্যবসায়ীদের জন্য। শনিবার এ নিষেধাজ্ঞা আরোপ করে জনপ্রিয় এ সামাজিক যোগাযোগ মাধ্যম।
প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্রে শিক্ষাঙ্গন থেকে সামাজিক অনুষ্ঠানে খুন-খারাবির ঘটনা বেড়ে যাওয়ায় ব্যক্তিগত পর্যায়ে অবাধে অস্ত্রের লাইসেন্স দেয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন প্রেসিডেন্ট বারাক ওবামা। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের মধ্যে তর্ক-বিতর্কের পর সপ্তাহ তিনেক আগে বিশেষ ক্ষমতাবলে এ নিষেধাজ্ঞা আরোপ করেন প্রেসিডেন্ট।
৩০ জানুয়ারি ২০১৬ এমটিনিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ