বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩, ১০:০৭:৩৫

গরু খামারিদের জন্য সুখবর!

গরু খামারিদের জন্য সুখবর!

এমটিনিউজ ডেস্ক : গরু খামারিদের জন্য সুখবর! এবারের বাজেটে গো-খাদ্যের দাম কমানোর ঘোষণা করা হয়েছে। আর এর পর থেকেই পাবনার ঈশ্বরদীতে কমতে শুরু করেছে সব ধরনের গো-খাদ্যের দাম। কিন্তু বিপরীত চিত্র দেখা গেছে মাংসের দোকানে। বাজেটে মাংসের দাম কমার ঘোষণা দেওয়া হলেও এখানে বাড়তি দামে বিক্রি হচ্ছে। ঈশ্বরদী বাজারে প্রতি কেজি গরুর মাংস ৭২০ টাকায় বিক্রি হচ্ছে। অথচ এক সপ্তাহ আগেও ৬৮০ টাকা কেজি দরে মাংস বিক্রি হয়েছে।

ঈশ্বরদী বাজারের গো-খাদ্য বিক্রেতা ইন্তাজ অ্যান্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী ইন্তাজ আলী জানান, এলএলসি ভুসি বাজেট ঘোষণার আগে ১ হাজার ৯০০ টাকা বস্তা ছিল। কয়েকদিনের ব্যবধানে এখন কমে ১ হাজার ৫৫০ থেকে ১ হাজার ৬০০ টাকায় নেমেছে। দেশি গমের ভুসি (লোকাল) ২ হাজার ৫০ টাকা থেকে কমে এখন ১ হাজার ৮৫০ টাকায় বিক্রি হচ্ছে। ব্র্যান্ড কোম্পানির ভুসি ২ হাজার ২৫০ টাকা থেকে কমে এখন ২ হাজার ৫০ টাকা, ক্যাটল ফিড ২৫ কেজির দাম ৯৭০ টাকা থেকে কমে এখন ৯৫৮ টাকায় বিক্রি হচ্ছে।

তিনি আরও জানান, ভুসি কেজিতে দাম কমেছে প্রায় ৫০ পয়সা, ধানের গুঁড়া ৫০ কেজির বস্তা ৯০০ টাকা থেকে কমে ৭২৫ টাকা, খৈলের দাম অপরিবর্তিত রয়েছে। ৭০ কেজির খৈলের বস্তা ২ হাজার ৮৫০ টাকা থেকে বেড়ে ২ হাজার ৯০০ টাকা, ৫০ কেজির খুদের বস্তা ১ হাজার ৮০০ টাকা থেকে কমে ১ হাজার ৫৫০ টাকা এবং ৪০ কেজির ভুট্টার আটা ১ হাজার ৭০০ টাকা থেকে কমে ১ হাজার ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

ঈশ্বরদী বাজারের মাংস ব্যবসায়ী সিজু বলেন, ‘আমরা শুনেছি বাজেটে গরুর মাংসের দাম কমানোর ঘোষণা দিয়েছে। আমরা তো গরু কম দামে কিনতে পারছি না। কম দামে গরু কিনতে না পারলে মাংসের দাম কীভাবে কমবে? আগে ৬৮০ টাকা কেজি দরে মাংস বিক্রি করেছি। কয়েকদিন ধরে ৭২০ টাকা কেজি দরে বিক্রি করছি। বিশেষ ক্ষেত্রে ৭০০ টাকায় বিক্রি হচ্ছে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে