শনিবার, ১৭ জুন, ২০২৩, ১২:১৯:২৯

দ্রুত হাসপাতালে নেওয়া হয় খন্দকার মোশাররফ হোসেনকে

দ্রুত হাসপাতালে নেওয়া হয় খন্দকার মোশাররফ হোসেনকে

এমটিনিউজ ডেস্ক : হঠাৎ অসুস্থ হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে। শুক্রবার (১৭ জুন) রাত ৩টার দিকে তাকে রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। তিনি জানান, হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে  খন্দকার মোশাররফকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

বর্তমানে তিনি এভারকেয়ার হাসপাতালের চতুর্থ তলায় সিসিইউতে রয়েছেন। পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে