রবিবার, ১৮ জুন, ২০২৩, ১০:৪৩:২৯

আজ চাঁদ দেখা গেলে ২৮ জুন সৌদিতে ঈদ

আজ চাঁদ দেখা গেলে ২৮ জুন সৌদিতে ঈদ

এমটিনিউজ ডেস্ক : সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যেতে পারে আজ। রোববার (১৮ জুন) সন্ধ্যায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে।

চাঁদ দেখা বিষয়ক ওয়েবসাইট মুনসাইটিং ডটকম জানায়, রোববার মধ্যপ্রাচ্যের দেশগুলোতে খালি চোখে চাঁদ দেখা যাবে না। তাই চাঁদ ওঠার বিষয়টি নিশ্চিত হতে বিশেষ যন্ত্রের প্রয়োজন হবে। কিন্তু সোমবার বাংলাদেশসহ বিশ্বের সব দেশেই খালি চোখে জিলহজের চাঁদ দেখা যাবে।

আজ জিলহজের চাঁদ ওঠার ঘোষণা আসলে আগামী ২৭ জুন সৌদি আরবে আরাফাহর দিন এবং ২৮ জুন ঈদুল আজহা উদযাপিত হবে। অপরদিকে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ঈদ উদযাপিত হবে ২৯ জুন। আজ ১৪৪৪ হিজরি সনের এগারোতম মাস জিলকদের ২৯তম দিন।

জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, এ বছর জিলকদ মাসটি হবে ২৯ দিনের। তাই জিলহজ মাস শুরু হবে সোমবার থেকে। সূত্র : খালিজ টাইমস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে