রবিবার, ১৮ জুন, ২০২৩, ০৩:২৪:২৬

টানা যতদিন হতে পারে এবারের ঈদের ছুটি, যখন সিদ্ধান্ত!

টানা যতদিন হতে পারে এবারের ঈদের ছুটি, যখন সিদ্ধান্ত!

এমটিনিউজ ডেস্ক : গত ঈদেও (ঈদুল ফিতর) টানা ৫ দিনের ছুটি পেয়েছেন সরকারি চাকরিজীবীরা। আসন্ন ঈদুল আজহায়ও পাওয়া যেতে পারে টানা ৫ দিনের ছুটি।

আইনশৃঙ্খলাবিষয়ক মন্ত্রিসভা কমিটি এবারের ঈদের ছুটি এক দিন বাড়ানোর পক্ষে মত দেওয়ায় এ সুযোগের সৃষ্টি হয়েছে। আগামীকাল সোমবার (১৯ জুন) মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

চলতি বছরের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২৮ থেকে ৩০ জুন পর্যন্ত ঈদুল আজহার সরকারি ছুটি। তবে আইনশৃঙ্খলাবিষয়ক মন্ত্রিসভা কমিটির অনেক সদস্য এই ছুটি ২৭ জুন থেকে দেওয়ার পক্ষে মত দিয়েছেন ।

এটি বাস্তবায়ন হলে আগামী ২৭ জুন থেকে ৩০ জুন পর্যন্ত থাকবে ঈদের ছুটি। পরদিন ১ জুলাই (শনিবার) থাকবে সাপ্তাহিক ছুটি। এই হিসেবে সরকারি চাকরিজীবীরা মোট ৫ দিন ছুটি পাবেন।

প্রসঙ্গত, গত ঈদুল ফিতরে একদিন ছুটি বাড়ানোর অনুমোদন দেয় মন্ত্রিসভা। ফলে ১৯ থেকে ২৩ তারিখ পর্যন্ত টানা ৫ দিন ছুটি পান সরকারি চাকরিজীবীরা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে