বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩, ১১:৪৭:৩৯

দেশে মোট মসজিদের সংখ্যা কত জানেন?

দেশে মোট মসজিদের সংখ্যা কত জানেন?

এমটিনিউজ ডেস্ক : বাংলাদেশে মোট ৩ লাখ ৩১ হাজার ১২৫টি মসজিদ রয়েছে বলে বুধবার (২১ জুন) জাতীয় সংসদকে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।

ধর্ম প্রতিমন্ত্রী জানান, দেশে মোট মসজিদ রয়েছে ৩ লাখ ৩১ হাজার ১২৫টি। ক'রোনা মহামারির সময় অনুদান দিতে ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়ের মাধ্যমে তাৎক্ষণিকভাবে সংগ্রহ করা তথ্যের ভিত্তিতে মসজিদের ওই সংখ্যা জানা গেছে।

সংরক্ষিত নারী সংসদ সদস্য বেগম শামসুন নাহারের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী আরও জানান, দেশে কওমি মাদ্রাসার সংখ্যা ১৩ হাজার ৯৬৭।স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বুধবার (২১ জুন) সংসদের বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে