শনিবার, ২৪ জুন, ২০২৩, ০৪:০৯:৩৪

ঈদের দিন কী বৃষ্টি হবে? যা জানাল আবহাওয়া অফিস

ঈদের দিন কী বৃষ্টি হবে? যা জানাল আবহাওয়া অফিস

এমটিনিউজ ডেস্ক : ঈদুল আজহার দিন বৃষ্টি হতে পারে রাজধানী ঢাকাসহ সারা দেশে। এ ছাড়া পুরো সপ্তাহেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।  সিলেট ও ময়মনসিংহ বিভাগে এই সময়ে বৃষ্টিপাত বেশি হতে পারে। তবে রাজশাহী ও রংপুর বিভাগে হালকা বৃষ্টিপাত হতে পারে। আজ শনিবার (২৪ জুন) আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম গনমাধ্যমে এ তথ্য জানান।

তিনি বলেন, ঈদের দিন ঢাকায় সকালের দিকে বৃষ্টি হতে পারে। রাজশাহী ও রংপুর বিভাগে থেমে থেমে হালকা বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং সিলেট ও ময়মনসিংহ বিভাগে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারি বৃষ্টিপাত হতে পারে।

তিনি আরও জানান, এই সপ্তাহজুড়ে তাপমাত্রা ৩০ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে। বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে গরম অনুভূত হতে পারে। তবে তাপপ্রবাহের আশঙ্কা নেই বললেই চলে। এছাড়া সারাদেশে আগামী কিছুদিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে