রবিবার, ২৫ জুন, ২০২৩, ১১:১৯:৫৭

ঈদের দিনের আবহাওয়ার পূর্বাভাস

ঈদের দিনের আবহাওয়ার পূর্বাভাস

এমটিনিউজ ডেস্ক : আগামী ২৯ জুন সারাদেশে পালিত হবে মুসলমানদের দ্বিতীয় বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা। এদিন মহান আল্লাহর সন্তুষ্টির আশায় পশু কোরবানি করবেন ধর্মপ্রাণ মুসল্লীরা। এছাড়া ঈদের নামাজসহ আছে নানান আনুষ্ঠানিকতা। তাই এই সময়ে আবহাওয়া কেমন থাকবে সেটি নিয়ে ভাবনা সবার।

ঈদের দিনগুলোতে আবহাওয়ার কেমন থাকবে জানতে চাইলে শনিবার (২১ জুন) দুপুরে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক জানিয়েছেন, ঈদের সময় বৃষ্টি থাকার শঙ্কাই বেশি রয়েছে।

ড. আবুল কালাম মল্লিক বলেন, আমরা সাধারণত ৩ দিন আগে পূর্বাভাস তৈরি করি। ৫ দিন আগেও একটা প্রাথমিক পূর্বাভাস করা হয়। এখন পর্যন্ত যে পূর্বাভাস তাতে দেখা যাচ্ছে আগামী ২৭ জুন থেকে ৩-৪ দিন বৃষ্টি হতে পারে। তবে এটা লাগাতার বৃষ্টি নয়। অল্প অল্প বৃষ্টি হতে পারে।

দেশের কোথায় কোথায় বৃষ্টি হবে জানতে চাইলে এই আবহাওয়াবিদ বলেন, এটা এখনো বলার পর্যায়ে যায়নি। বিস্তারিত আরও পরে বলা যাবে। তবে এখন পর্যন্ত যে পূর্বাভাস দেখছি তাতে ঈদের দিন বৃষ্টি হতে পারে সেটুকু বলতে পারি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে