রবিবার, ২৫ জুন, ২০২৩, ১০:১৩:০২

৩০০ টাকা কাঁচা মরিচের কেজি!

৩০০ টাকা কাঁচা মরিচের কেজি!

এমটিনিউজ ডেস্ক : এক সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দাম বেড়েছে। বাজারভেদে ৩০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। দাম বেড়ে যাওয়ায় কাঁচা মরিচ ও টমেটো আমদানির অনুমতি দিয়েছে সরকার।

রবিবার (২৫ জুন) সকাল থেকে এ অনুমতি দেওয়া হচ্ছে বলে কৃষি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

কৃষি মন্ত্রণালয় থেকে জানানো হয়, কাঁচা মরিচ ও টমেটো আমদানির অনুমতি বা আইপি আজ (রবিবার) সকাল থেকে দেওয়া হচ্ছে। আজ সারা দিনে মোট ৩০টি আইপি দেওয়া হয়েছে। এর মাধ্যমে ১১ হাজার ৬০০ টন কাঁচা মরিচ আসবে।

অন্যদিকে ৬৮টি আইপির বিপরীতে ৫৫ হাজার ৬০০ টন টমেটো আমদানির অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। এক সপ্তাহ আগেও ঢাকায় কাঁচা মরিচ বিক্রি হয় ১২০ থেকে ১৪০ টাকা কেজি। বিক্রেতারা বলছেন, বাজারে চাহিদার তুলনায় সরবরাহ কম। এ কারণে দাম বেড়েছে। অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ফলে সরকার ভারত থেকে কাঁচা মরিচ আমদানির অনুমতি দিয়েছে।

এতে দ্রুত কাঁচা মরিচের দাম কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রাজধানীর রামপুরা কাঁচাবাজারের সবজি ব্যবসায়ী জসিম উদ্দিন বলেন, ‘এখন কারওয়ান বাজারে পাইকারিতে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে কেজি ২৬০ টাকায়। খুচরায় কাঁচা মরিচ কেজি ৩০০-৩২০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বন্যার কারণে মরিচের সরবরাহ কমে গেছে, তাই দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে।’

সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) তথ্যে দেখা গেছে, রাজধানীর বাজারগুলোতে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে কেজি ২৪০-৩০০ টাকায়। গত সপ্তাহে বিক্রি হয় ১০০-১৬০ টাকায়। টিসিবির হিসাবে সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচ কেজিতে ১৪০ টাকা পর্যন্ত বেড়ে বিক্রি হচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে