রবিবার, ৩১ জানুয়ারী, ২০১৬, ০৮:৪৪:১১

‌‘আমি বাংলা বলতে পারতাম না’

‌‘আমি বাংলা বলতে পারতাম না’

ঢাকা : ‌‌ কেম্ব্রিজে পড়ার তিন বছর পর যখন ঢাকায় আসলাম তখন আমি একজন বাদামি চামড়ার সাহেব। যখন বিদেশে ক্যারিয়ার গড়ার জন্য বা পাকিস্তানের সিভিল সার্ভিস অথবা করাচির কোনো বহুজাতিক কোম্পানির উচ্চপদে আমি চাকরির জন্য পুরোপুরি যোগ্য তখনই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা শুরু করি। যখন আমি বাংলা বলতে পারতাম না, কখনো ইলিশ মাছ খাইনি, রবীন্দ্রনাথের গান আমি শুনিনি, রবীদ্র-নজরুলের কবিতা আমাকে উদ্বুদ্ধ করেনি।‌
 
এভাবেই ‘আনট্রাঙ্কুইল রিকানেকশন, দ্য ইয়ারস অব ফুলফিলমেন্ট’ বইয়ে নিজেকে বর্ণনা করেছেন বাংলাদেশের প্রথম পরিকল্পনা কমিশনের সদস্য ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেহমান সোবহান। যার বই নিয়ে শনিবার সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘দ্য স্ট্রাগল ফর বাংলাদেশ’ শীর্ষক সংলাপের আয়োজন করে।
 
ষাটের দশক থেকে ১৯৭১ সাল পর্যন্ত কীভাবে দেশের রাজনীতিতে পটপরিবর্তন হয়েছে এবং কারা কোন কোন ভূমিকায় থেকেছে তার বিস্তারিত তথ্য বইতে তুলে ধরেছেন রেহমান সোবহান। যাতে রয়েছে তার ব্যক্তিজীবন থেকে শুরু করে তিনি কীভাবে রাজনীতি না করেও রাজনীতির ওপর মতাদর্শের ছড়ি ঘুরিয়েছেন তার বিস্তারিত। সফলভাবে তুলে ধরা হয়েছে একাত্তরের আগের গণজাগরণ।
 
বইটি নিয়ে আলোচনায় অন্যান্যের মধ্যে আরো অংশ নেন, ড. কামাল হোসেন, ড. আকবর আলি খান, অধ্যাপক এমএম আকাশ, সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য্য, নির্বাহী পরিচালক ড. মোস্তাফিজুর রহমান, আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সুলতানা কামাল, ঢাবির অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ অহমদ, বিএনপি নেতা শমসের মবিন চৌধুরী, রাশেদা কে চৌধুরি, ড. মির্জা আজিজুল ইসলাম, সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম প্রমুখ।
৩১ জানুয়ারি ২০১৬ এমটিনিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে