রবিবার, ৩১ জানুয়ারী, ২০১৬, ০১:২০:০৩

ইঁদুর ও গবাদি পশুর মূত্রে ছড়াচ্ছে রোগ: আবিষ্কার করল বাংলাদেশ

ইঁদুর ও গবাদি পশুর মূত্রে ছড়াচ্ছে রোগ: আবিষ্কার করল বাংলাদেশ

নিউজ ডেস্ক : বাংলাদেশের একদল গবষেক আরো একটি সাফল্য পেল। এবার গবেষকরা চিহ্নিত করতে সক্ষম হয়েছেন যে, ইঁদুর ও গবাদি পশুর মূত্রে রোগ ছড়াচ্ছে, এতে মানুষও আক্রান্ত হচ্ছে। লেপটোস্পাইরোসিস নামে এই রোগটির উপসর্গ হচ্ছে জ্বর, কাশি, হাঁচি, চোখ লাল হওয়া ইত্যাদি। কোনো ক্ষেত্রে জন্ডিসও হতে পারে।

তাদের গবণেণায় দেখা যাচ্ছে, ইঁদুর এবং অন্যান্য কিছু গবাদি পশুর মূত্র থেকে ছড়িয়ে পড়া একটি রোগে সাম্প্রতিক সময়ে বহু মানুষ আক্রান্ত হবার তথ্য মিলছে।


বাংলাদেশের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট বা আইইডিসিআর বলছে, এখন থেকে সারাদেশে চিকিৎসকদের এই রোগটির অস্তিত্বের ব্যাপারে তাদের সচেতন করা হবে। বাংলাদেশে এই রোগের খুব একটা প্রাদুর্ভাবের খবর ছিল না।


রোগটি নিয়ে আইইডিসিআরের প্রধান ড. মাহমুদুর রহমান বলেন, জ্বরের রোগী তো সব সময়ই থাকে। এ ধরনের রোগীদের বিষয়ে আমরা অন্য অনেক রোগের কথা ভাবি। কিন্তু লেপটোস্পাইরোসিসকেও এখন চিন্তায় আনতে হবে।


তিনি বলেন, কোনো এলাকায় জ্বরে আক্রান্ত রোগীর ১২ শতাংশ এ নতুন রোগে আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া যাচ্ছে। সারাদেশে ১০টি এলাকায় অন্তত সাত শতাংশ জ্বরে আক্রান্ত রোগীর আক্রান্ত হওয়ার তথ্য মিলেছে।


মাহমুদুর রহমান বলেন, রোগটা মূলত ইঁদুরের রোগ। তবে গরু, ছাগল ভেড়া এদের মাধ্যমেও হতে পারে। মূলত এসব প্রাণির মূত্র থেকে এ রোগ ছড়ায়।


তিনি জানান, এ রোগে মৃত্যুর হার ৩০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত হতে পারে। কারণ কিডনিসহ গুরুত্বপূর্ণ অঙ্গগুলোকে আক্রান্ত করতে পারে।


এক প্রশ্নের জবাবে মাহমুদুর রহমান বিবিসিকে বলেন, নরসিংদীসহ ঢাকার আশপাশের এলাকায় গবেষণায় এ ধরনের রোগী পাওয়া যাচ্ছে। তবে এ রোগের চিকিৎসা রয়েছে এবং যথাযথ ঔষধ সেবনে এ রোগ ভালো হয়।
৩১ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে