রবিবার, ৩১ জানুয়ারী, ২০১৬, ০১:৩২:৩৭

জাপার প্রেসিডিয়াম সভায় যায়নি রওশন গ্রুপ

জাপার প্রেসিডিয়াম সভায় যায়নি রওশন গ্রুপ

ঢাকা : বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ ও তিন-প্রতিমন্ত্রীসহ তাদের অনুসারীদের বর্জনের মধ্য দিয়ে এইচএম এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়ামের সভা চলছে।
 
রোববার বেলা ১২টায় দলের চেয়ারম্যান এইচ এম এরশাদের বনানী কার্যালয়ে এ সভা শুরু হয়।
 
বেলা সাড়ে ১২টা পর্যন্ত সভায় যোগ দেননি দলের প্রেসিডিয়াম সদস্য ও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ ও তার অনুসারীরা।

বৈঠকের আলোচ্য সূচির বিষয়ে সভার শুরুতে জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, আগামী এপ্রিলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কাউন্সিল। এ কাউন্সিলের বিষয়েই মূলত প্রেসিডিয়ামে আলোচনা। এছাড়া যে সব জেলায় এখনও কাউন্সিল হয়নি, সে সব জেলার কাউন্সিলের তারিখ নির্ধারণ করা হবে।

বৈঠকে উপস্থিত রয়েছেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এম এ সাত্তার, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা, উত্তরের সভাপতি এস এম ফয়সল চিশতী, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, গোলাম হাবিব দুলাল, এম এ মান্নান, শেখ সিরাজুল ইসলাম প্রমুখ।
 
রওশনপন্থি একাধিক নেতা জানিয়েছেন, রওশন এবং জাপার তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী ও তাদের অনুসারীরা সভায় যোগ দেবেন না।
 
জাপায় গত দুই সপ্তাহ ধরে টানাপড়েন চলছে। কো-চেয়ারম্যান নিয়োগে এরশাদ ও রওশন বিপরীতমুখী অবস্থান নিয়েছেন। এরশাদ সরকার ছাড়ার কথা বললেও রওশন বলছেন, এমন সম্ভাবনা নেই। নেতৃত্বের লড়াইয়ে বদল হয়েছে মহাসচিবও।
 
এমন পরিস্থিতিতে ৯ মাস পর রোববার অনুষ্ঠিত হচ্ছে দলের প্রেসিডিয়াম সভা।
 
এর আগে সর্বশেষ গত বছরের ২৪ এপ্রিল হট্টগোলের কারণে মাত্র ১৫ মিনিটেই প্রেসিডিয়াম সভার ইতি ঘটে।
৩১ জানুয়ারি ২০১৬ এমটিনিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে