রবিবার, ৩১ জানুয়ারী, ২০১৬, ০৩:২০:১৬

একটি সুখবর দিলেন অর্থমন্ত্রী

একটি সুখবর দিলেন অর্থমন্ত্রী

ঢাকা : পোশাক রপ্তানিকারকদের একটি সুখবর দিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তাদের জন্য করপোরেট কর ৩৫ শতাংশ থেকে কমিয়ে সহনীয় পর্যায়ে আনার ঘোষণা দিয়েছেন তিনি।  

রোববার দুপুরে সচিবালয়ে ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।

বাংলাদেশে তৈরি পোশাক রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) ও বাংলাদেশ নিট পোশাক রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) প্রতিনিধিদল অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। এ সময় উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেন, ‘২০১৩-১৪ অর্থবছরে করপোরেট কর ছিল ১০ শতাংশ। ১৪-১৫ অর্থবছরে ৩৫ শতাংশে উন্নীত হয়। তারা (ব্যবসায়ী) এখন ৩৫ শতাংশ কর দিতে আপত্তি জানিয়েছেন। আমরা তাদের এ কর কমানোর আশ্বাস দিয়েছি।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা শিগগিরই একটি বৈঠক করব। বৈঠকে ব্যবসায়ী প্রতিনিধিরা থাকবেন। এতে একটি সুপারিশ করা হবে। পরে মন্ত্রিসভায় তা উত্থাপন করা হবে। অনুমোদন পেলে ২৯ ফেব্রুয়ারির মধ্যে পার্লামেন্টে উত্থাপন করা হবে।’

বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, ‘সরকার আমাদের যে প্রণোদনা দেয়, এ জন্য অডিট করা হয়। এতে ব্যবসায়ীরা হয়রানির শিকার হন। অডিট উঠিয়ে দেওয়ার আহ্বান জানাই।’

এ ব্যাপারে অর্থমন্ত্রী বলেন, ‘অডিটের ব্যাপারে তাদের কিছু আশ্বাস দিতে পারছি না।’

এ সময় বাণিজ্য তোফায়েল আহমদ বলেন, কারখানার নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার জন্য ব্যবসায়ীদের অনেক ব্যয় করতে হচ্ছে। এছাড়া আন্তর্জাতিক বাজারে পোশাকের দাম কিছুটা কমেছে। ফলে দেশের স্বার্থে ব্যবসায়ীদের বাঁচিয়ে রাখতে হবে।
৩১ জানুয়ারি ২০১৬ এমটিনিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে