শনিবার, ০৫ আগস্ট, ২০২৩, ০৫:৩৫:১৯

গাড়িটি দুমড়েমুচড়ে গেলেও বিস্ময়করভাবে অক্ষত সকল যাত্রী

গাড়িটি দুমড়েমুচড়ে গেলেও বিস্ময়করভাবে অক্ষত সকল যাত্রী

এমটিনিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি কনটেইনারবাহী লরি উল্টে প্রাইভেট কারকে চাপা দেয়। আজ শনিবার সকাল ১০টার দিকে উপজেলার বাংলাবাজার এলাকায় ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। কনটেইনারে চাপা পড়ে গাড়িটি দুমড়েমুচড়ে গেলেও চালকসহ পাঁচ যাত্রী প্রাণে বেঁচে গেছেন।  

খবর পেয়ে ফায়ার সার্ভিস এবং পুলিশ এসে ঘণ্টাখানেকের চেষ্টায় সকাল ১১টার দিকে ক্রেন দিয়ে লরি এবং কনটেইনারটি সরিয়ে নেয়। ফায়ার সার্ভিস কুমিরার সিনিয়র স্টেশন অফিসার সুলতান মাহমুদ বলেন, এটি ৪০ ফুট দৈর্ঘ্যের কনটেইনার ছিল। কনটেইনারসহ লম্বা লরিটি প্রাইভেট কারের ওপর পড়ে। 

প্রাইভেট কারে থাকা কারো তেমন সমস্যা হয়নি। সবাই অক্ষত অবস্থায় ছিল। তবে চালক সামান্য আহত হয়েছেন। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে