এমটিনিউজ ডেস্ক: এ বছরও এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রত্যাশিত ফলাফল হয়নি বলে মনে করেছেন দেশের বিপুল সংখ্যক শিক্ষার্থী। স্কুল এবং মাদরাসা বোর্ডে তাই নির্ধারিত সময়ে খাতা চ্যালেঞ্জ বা পুনর্নিরীক্ষণ চেয়ে আবেদনের হিড়িক পড়েছে। এরমধ্যে শুধু ঢাকা ও চট্টগ্রাম শিক্ষা বোর্ডেই লাখ ছুঁয়েছে আবেদনকারীর সংখ্যা।
জানা গেছে, এসএসসির খাতা চ্যালেঞ্জ বা পুনর্নিরীক্ষণের ফল আগামী ২৮ আগস্ট (সোমবার) প্রকাশ করা হবে। সব শিক্ষা বোর্ড ছাড়াও মাদরাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড একযোগে এদিন খাতা চ্যালেঞ্জের ফল প্রকাশ করবে।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার রোববার (৬ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগামী ২৮ আগস্ট এসএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে। এ বিষয়ে সব বোর্ডগুলো সম্মত হয়েছে। সব বোর্ড একযোগে এ ফল দেবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুধু ঢাকা শিক্ষা বোর্ডে এবার ৭৩ হাজার ৪৬ জন শিক্ষার্থী চ্যালেঞ্জ করেছেন। সবমিলিয়ে তারা ১ লাখ ৯১ হাজার ২০১টি খাতার ফল পরিবর্তনের জন্য বোর্ডে আবেদন করেছেন।
প্রাপ্ত তথ্যমতে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এ বছর ফল পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন ২৬ হাজার ৬২৩ শিক্ষার্থী। তারা বিভিন্ন বিষয়ের মোট ৭১ হাজার ১০৮টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করে। এছাড়াও অন্যান্য বোর্ডেও নির্ধারিত সময়ের মধ্যে হাজার হাজার শিক্ষার্থী ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন।
গত ২৮ জুলাই চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে গড় পাসের হার ৮০ দশমিক ৩৯ শতাংশ। আর এবার সারাদেশে এসএসসি ও সমমান পরীক্ষায় ৪ লাখ ৩১ হাজার ২৩ জন পরীক্ষার্থী ফেল করেছেন। আবার অনেক শিক্ষার্থী পাস করলেও কাঙ্ক্ষিত ফল পাননি। সবমিলিয়ে ফেল করা ও কাঙ্ক্ষিত ফল না পাওয়া শিক্ষার্থীরা খাতা পুনর্নিরীক্ষণ বা চ্যালেঞ্জের আবেদন করার সুযোগ পেয়েছিলেন। যারা ফল প্রকাশের পরদিন (২৯ জুলাই) থেকে গত ৪ আগস্ট পর্যন্ত খাতা পুনর্নিরীক্ষার আবেদন করেন।