সোমবার, ০৭ আগস্ট, ২০২৩, ১২:৪৩:৩৭

বাঁধ ভেঙে ৬ গ্রাম প্লাবিত

বাঁধ ভেঙে ৬ গ্রাম প্লাবিত

এমটিনিউজ ডেস্ক: ফেনীর ফুলগাজী উপজেলায় মুহুরি নদীর বেড়িবাঁধে ভাঙনের কারণে অন্তত ছয় গ্রাম প্লাবিত হয়েছে। সোমবার ভোরে উপজেলার সদর ইউনিয়নের মুহুরি নদীর উত্তর বরইয়া ও সকাল ৯টার দিকে উত্তর দৌলতপুর অংশে ভাঙন দেখা দিয়েছে। 

এতে ফুলগাজী সদর ইউনিয়নের উত্তর বরইয়া, দক্ষিণ বরইয়া, বিজয়পুর, উত্তর দৌলতপুর, দক্ষিণ দৌলতপুর ও পূর্ব ঘনিয়া মোড়াসহ ছয় গ্রামে পানি ঢুকে পড়ে। গ্রামীণ সড়ক ও আমন ধানের ক্ষেত তলিয়ে গেছে। ভেসে গেছে বন্যার পানিতে পুকুরের মাছ। 

স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও গ্রামের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভারতের পাহাড়ি এলাকার উজানের পানিতে মুহুরি নদীর পানিপ্রবাহ রোববার সন্ধ্যা থেকে বাড়তে থাকে। সোমবার ভোরে নদীর পানি বিপৎসীমার প্রায় ১২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এতে উজানের পানির চাপে বাঁধের একটি স্থান ভেঙে উত্তর বরইয়া দক্ষিণ বরইয়া ও বিজয়পুর গ্রাম প্লাবিত হয়। 

ফুলগাজী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেলিম সদর ইউনিয়নের উত্তর বরইয়া ও উত্তর দৌলতপুর মুহুরি নদীর বেড়িবাঁধ ভাঙনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বন্যার পানি মানুষের বাড়িঘরে ঢুকে পড়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে