সোমবার, ০৭ আগস্ট, ২০২৩, ০২:৪৯:২৯

'এইচএসসি পরীক্ষা ৫০ মার্কের নিন, না হয় পরীক্ষা আরও দুই মাস পিছিয়ে দিন'

'এইচএসসি পরীক্ষা ৫০ মার্কের নিন, না হয় পরীক্ষা আরও দুই মাস পিছিয়ে দিন'

এমটিনিউজ ডেস্ক: রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে সড়কে অবস্থান নিয়ে এইচএসসি পরীক্ষার সময় পেছানোর দাবিতে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলছে, এইচএসসি পরীক্ষা ৫০ মার্কের নিন, না হয় পরীক্ষা আরও দুই মাস পিছিয়ে দিন। 

সোমবার (৭ আগস্ট) দুপুর ১টা ২০ মিনিটে দিকে শাহবাগ থেকে মিছিল নিয়ে সায়েন্সল্যাব মোড়ে এসে জড়ো হয় শিক্ষার্থীরা।

এই মুহূর্তে চার দফা দাবি নিয়ে ঢাকা শিক্ষা বোর্ডের দিকে অগ্রসর হচ্ছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবিগুলো হলো; ৫০ মার্কের পরীক্ষা নিতে হবে; পরীক্ষা দুই মাস পিছিয়ে দিতে হবে; ডেঙ্গু পরিস্থিতিতে পরীক্ষা নয় এবং পরীক্ষা থেকে আইসিটি সাবজেক্টটি বাদ দিতে হবে।

এসময় শিক্ষার্থীরা শ্লোগান দিয়ে বলে, ১০০ মার্কের পরীক্ষা, মানব না মানি না। এক দফা এক দাবি। মানতে হবে মানতে হবে। এছাড়া, যেসব শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে, তাদের হাসপাতালে থেকেই পরীক্ষা নেওয়ার দাবি জানায় শিক্ষার্থীরা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে