শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩, ১০:৩৮:১১

হাসপাতালে গেলেন মির্জা ফখরুল

 হাসপাতালে গেলেন মির্জা ফখরুল

এমটিনিউজ ডেস্ক: রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে দেখতে গেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  শুক্রবার (১১ আগস্ট) রাতে হাসপাতালে দলীয় প্রধানকে দেখতে যান তিনি।

বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, রাতে ম্যাডামকে দেখতে যান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। তিনি ম্যাডামের শারীরিক অবস্থা ও চিকিৎসার ব্যাপারে খোঁজ-খবর নেন।

এর আগে বুধবার (১০ আগস্ট) সন্ধ্যা সোয়া ৭টার দিকে শারীরিক চেকআপের জন্য রাজধানীর এভার কেয়ার হাসপাতালে যান খালেদা জিয়া। এরপর সেখানে তার কিছু পরীক্ষা-নীরিক্ষা শেষে চিকিৎসকরা হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেন।

হাসপাতালে খালেদা জিয়ার স্বাস্থ্যের বেশ কিছু পরীক্ষা করা হয়। সেই অনুযায়ী মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে খালেদা জিয়ার চিকিৎসায় কিছু ওষুধের পরিবর্তন আনা হয়েছে। 

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে