শনিবার, ১২ আগস্ট, ২০২৩, ০৮:৫৭:১১

নামাজরত অবস্থায় মারা গেলেন প্রধান শিক্ষক

নামাজরত অবস্থায় মারা গেলেন প্রধান শিক্ষক

এমটিনিউজ ডেস্ক: মৌলভীবাজার জেলার কমলগঞ্জে নামাজরত অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ আগস্ট) জেলার কুলাউড়া হতে আত্মীয়ের বরযাত্রী হয়ে কমলগঞ্জের মুন্সিবাজারে আসেন কুলাউড়ার চুনঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও গোপালনগর গ্রামের জামাই জয়নাল আবেদীন।

পরে জুমার নামাজ আদায়ের জন্য মুন্সি বাজার কেন্দ্রীয় জামে মসজিদে প্রবেশ করেন তিনি। নামাজ আদায়ের সময় হঠাৎ হার্ট অ্যাটাক হলে মসজিদের ফ্লোরে পড়ে যান। সেখান হতে দ্রুত মৌলভীবাজার লাইফ লাইন হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সিবাজার ইউপির চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার। তার মৃত্যুতে পরিবারসহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জেলার শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে