রবিবার, ১৩ আগস্ট, ২০২৩, ১০:৪৭:২২

করদাতারা বছরের যে কোনো সময় আয়কর রিটার্ন জমা দিতে পারবেন

 করদাতারা বছরের যে কোনো সময় আয়কর রিটার্ন জমা দিতে পারবেন

এমটিনিউজ ডেস্ক: করদাতারা বছরের যে কোনো সময় আয়কর রিটার্ন জমা দিতে পারবেন বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে কর দিবসের (৩০ নভেম্বর) পরে রিটার্ন জমা দিলে নির্ধারিত হারে জরিমানা দিতে হবে। রবিবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এনবিআর। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন আয়কর আইনে রিটার্ন দাখিলের জন্য সময় বৃদ্ধির বিধান রাখা হয়নি। কেননা করদাতারা এখন যে কোনো সময় রিটার্ন দাখিল করতে পারবেন। কর দিবসের মধ্যে রিটার্ন দাখিলের ক্ষেত্রে সাধারণ নিয়মে কর পরিশোধ করতে হবে। 

শুধু তাই নয়, নতুন করদাতা তার বকেয়া রিটার্ন স্বনির্ধারণী পদ্ধতিতে দাখিল করতে পারবেন, যা পুরোনো আয়কর অধ্যাদেশ অনুযায়ী সম্ভব হতো না। অর্থাৎ করদাতা এখন যে কোনো বছরের রিটার্ন যে কোনো সময়ে দাখিল করতে পারবেন এবং তা স্বনির্ধারণী পদ্ধতিতে দাখিল করতে পারবেন। এতে আইনগত বাধা নেই। কর দিবস পরবর্তী সময়ে রিটার্ন দাখিলের ক্ষেত্রে জরিমানা কর পরিশোধ করতে হবে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে