ঢাকা: মহান মুক্তিযুদ্ধের সময় চিহ্নিত ২০০ জন যুদ্ধাপরাধী পাকিস্তানি সেনা কর্মকর্তার নামের তালিকা প্রকাশ করেছেন আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলনের আহ্বায়ক নৌমন্ত্রী শাহজাহান খান।
মঙ্গলবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় স্বাধীনতা হলে এক সংবাদ সম্মেলনে তিনি এ তালিকা প্রকাশ করেন।
এ সময় আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলন ১৯৫ জন চিহ্নিত যুদ্ধপরাধী পাকিস্তানি সেনা কর্মকর্তার বিচারের দাবি ও তাদের প্রতীকী বিচারের যে কর্মসূচি প্রণয়ন করেছে তা পর্যায়ক্রমে সফলতার দিকে অগ্রসর হচ্ছে বলে মন্তব্য করেন শাহজাহান খান।
নৌমন্ত্রী বলেন, ‘এই তালিকার মধ্যে গণহত্যা ও যুদ্ধাপরাধের ঘটনাগুলির নীল নকশা প্রণয়ন ও পরিকল্পনা বাস্তবায়নে নেতৃত্বের অভিযোগে অভিযুক্ত ৬৮ জন, জেনেভা কনভেনশনসহ আন্তর্জাতিক সকল যুদ্ধনীতি লঙ্ঘন করে সরাসরি গণহত্যা, ধর্ষণ, লুণ্ঠন ও অগ্নিসংযোগে অংশ নেয় ১১৮ জন, ব্যাপক গণহত্যায় অংশ নেয় ১৪ জন। এই ১৪ জনের মধ্যে পাকিস্তান নৌবাহিনীর ৩ জন এবং বিমানবাহিনীর ৩ জন কর্মকর্তা রয়েছে। যুদ্ধাপরাধী পাকিস্তানি সেনা কর্মকর্তার চিহ্নিত এই যুদ্ধাপরাধী সেনা কর্মকর্তার নাম পদবি ও ব্যক্তিগত পরিচিতি নন্বরসহ তালিকাটি প্রকাশ করা হলো।’
২ ফেব্রুয়ারি ফেব্রুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জেএম/আরএম