শনিবার, ২৬ আগস্ট, ২০২৩, ০১:২৪:২৫

যে খবর শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল নিয়ে

যে খবর শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল নিয়ে

এমটিনিউজ ডেস্ক: ১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফলাফল চলতি আগস্ট মাসেই প্রকাশ করতে চায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। সম্প্রতি এই বিষয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এনটিআরসিএর পরীক্ষা ও মূল্যায়ন শাখার পরিচালক আবদুর রহমান।

তিনি বলেন, ওএমআর স্ক্যানিংয়ের কাজ শেষ। স্ক্যান করা ওএমআরের নম্বরও সার্ভারে ইনপুট দেয়া হয়েছে। এখন শেষ মুহূর্তে যাচাই-বাছাইয়ের কাজ করছি। যাচাই শেষে ফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি চাওয়া হবে। অনুমতি মিললেই ফল প্রকাশ করা হবে। আমাদের পরিকল্পনা হলো- চলতি আগস্ট মাসেই ফল প্রকাশ করবো।

তিনি আরও বলেন, লিখিত পরীক্ষার ফল প্রকাশে কিছুটা বিলম্ব হয়েছে। এতে প্রার্থীদের যে ক্ষতি হয়েছে, তা পুষিয়ে দিতে দ্রুত মৌখিক পরীক্ষার আয়োজন করা হবে। ২০২০ সালের জানুয়ারিতে ১৭তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। দুই বছর পর ২০২২ সালের ৩০ ও ৩১ ডিসেম্বর এ নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা হয়।

প্রিলিমিনারি পরীক্ষায় এক লাখ ৫১ হাজার প্রার্থী উত্তীর্ণ হন। গত ৫ ও ৬ মে শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন মোট ১ লাখ ৪ হাজারের বেশি প্রার্থী।

এর মধ্যে ৫ মে অনুষ্ঠিত স্কুল এবং স্কুলপর্যায়-২ এর লিখিত পরীক্ষায় ৫৭ হাজার ২৭৪ প্রার্থী অংশ নেন। আর ৬ মে অনুষ্ঠিত কলেজপর্যায়ের লিখিত পরীক্ষায় অংশ নেন ৪৭ হাজার ৫৬০ জন প্রার্থী।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে